ভবানীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মীভূত - দৈনিক বাগমারা
শনিবার , ৩ জুন ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ভবানীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মীভূত

প্রতিবেদক
Dainik Bagmara
জুন ৩, ২০২৩ ৭:১১ পূর্বাহ্ণ

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের পুরাতন মহূরী পট্রী এলাকায় শুক্রবার রাত এগারোটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত এগারোটার দিকে মহুরী পট্রীয় জয় টেইলার্স এ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা জয় টেইলার্স থেকে পার্শবর্তী সোহেল মুদি স্টোর সহ একটি তুলার দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী শেখ পাড়ার কয়েকটি বাসা বাড়িতে ছড়িয়ে পড়ে সেখানে বেশ কিছু বাড়ির টিনের চালা ও দরজা জানালার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস টিম বিশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে। খবর পেয়ে বাগমারা থানার একটি টহল টীম ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা অতি অল্প সময়ের মধ্যে দ্রুত বিস্তার লাভ করতে থাকে। ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রন করতে গেলে দ্রুত তাদের গাড়ির রিজার্ভের পানি শেষ হয়ে যায়। এ সময় তারা পাশ্ববর্তী উপজেলা দিঘী থেকে মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।

জয় টেইলার্সের মালিক উজ্জল হোসেন জানান, আগুনে তার দোকানের সকল মালামাল ও একটি ৮০ সিসি ডায়াং মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান জানান, অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারন করে ক্ষতিগ্রস্থদের যথাসাধ্য সহায়তা করা হবে।

Facebook Comments Box

প্রতিমুহুর্ত্বের খবর দ্রুত পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

বিজ্ঞাপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত

সর্বশেষ - বাগমারা উপজেলা

x
error: Content is protected !!