বাগমারায় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে খাস জমি দেওয়ার অভিযোগ - দৈনিক বাগমারা
সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে খাস জমি দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
Dainik Bagmara
জানুয়ারি ৩০, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাগমারা:

বাগমারায় দশ হাজার টাকা ঘুষ নিয়ে এক ব্যাক্তি কে সরকারি খাসজমিতে বাড়ি নির্মাণের অনুমোতি দিয়েছেন বড়বিহানালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব (উপ-সহকারি কর্মকর্তা) মোস্তাফিজুর রহমান।

জোনাব আলী নামের ঐ ব্যক্তি নায়েবকে ঘুষ দিয়ে বাড়ি নির্মাণের অনুমোতি পাওয়ার কথা স্বীকারও করেছেন। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভবানীগঞ্জ-বাঁধেরহাট সড়কের পাশে দ্বীপপুর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন হাসানপুর মৌজায় ২১২৩ নং দাগে ৬ শতক সরকারি খাসজমি রয়েছে। প্রসাশনের কোনো প্রকার অনুমোতি ছাড়াই হাসানপুর গ্রামের জোনাব আলী খাসজমি দখল করে নিয়ে পাকাবাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এই ঘটনায় একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি ভূমি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

এরপর বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বড়বিহানালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে আদেশ দেওয়া হয়। আদেশ পাওয়ার পর ওই ভূমি অফিসের নায়েব মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সরকারি খাসজমিতে বাড়ি নির্মাণ কাজ তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই ওই জোনাব আলীর কাছে থেকে দশ হাজার টাকা ঘুষ নিয়ে ওই খাসজমিতেই বাড়ি নির্মাণের অনুমোতি দেন নায়েব মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জোনাব আলী বলেন, হঠাৎ এরকম একটা বাঁধা আসায় তার বাড়ি নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ কারণে বাড়ি নির্মাণের স্বার্থেই তিনি নায়েব মোস্তাফিজুর রহমানকে দশ হাজার এবং অভিযোগকারী ফজলুর রহমানকে সাত হাজার টাকা দিয়েছেন বলে স্বীকার করেন।

এদিকে অভিযোগকারী ফজলুর রহমান বলেন, জোনাব আলী সরকারি খাসজমিতে অবৈধভাবে পাকাবাড়ি নির্মাণ করছেন বলেই সে আমাকে এবং নায়েবকে টাকা দিয়েছে। তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নায়েব মোস্তাফিজুর রহমান ঘুষ গ্রহণের কথা অস্বীকার করেছেন। তবে এ বিষয়ে ঘুষ প্রদানকারী জোনাব আলীর ভিডিও বক্তব্য রয়েছে বলে জানানো হলে এ নিয়ে কোনো কিছু না লিখার জন্য তিনি অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধূরী বলেন, এ বিষয়ে ঘুষ প্রদানকারী, অভিযোগকারী এবং নায়েবকে নোটিশ করে অফিসে ডাকা হয়েছে।

Facebook Comments Box

প্রতিমুহুর্ত্বের খবর দ্রুত পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে এমপি এনামুলের নেতৃত্বে রঙ্গিণ সাজে বাগমারা

বাগমারায় ৭ হাজার নারী পেল ইঞ্জিঃ এনামুল হকের ঈদ উপহার

বাগমারায় জালিয়াতির অভিযোগে দলিল লেখক পলাতক

সৌদিতে অগ্নিকাণ্ডে বাগমারার ৪ প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

বাগমারায় বাসুপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল অনুষ্ঠিত

বাগমারায় বাঁশ কেটে জমি জবর দখল চেষ্টার অভিযোগ

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগমারার মাড়িয়া ইউনিয়নে আ’লীগের প্রস্তুতি সভা

সৌদিতে অগ্নিকান্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন এমপি এনামুল হক

বাগমারায় সেই কলেজ শিক্ষক আনোয়ারুলকে কারাগারে প্রেরণ

x
error: Content is protected !!