বাগমারায় নির্যাতন ও অবরুদ্ধ করায় সন্তানের বিরুদ্ধে মায়ের অভিযোগ - দৈনিক বাগমারা
সোমবার , ১ মে ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় নির্যাতন ও অবরুদ্ধ করায় সন্তানের বিরুদ্ধে মায়ের অভিযোগ

প্রতিবেদক
Dainik Bagmara
মে ১, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

মৃত স্বামীর মুক্তিযোদ্ধার সম্মানীর ভাতার টাকার ভাগ না দেওয়ায় এবং নির্যাতন ও গৃহবন্ধী করে রাখায় নিজ সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মা জাহানারা বেওয়া(৬০)।

গত রবিবার(৩০এপ্রিল) জাহানারা বেওয়া বাগমারা থানায় গিয়ে তার বড় ছেলে জাহিদর রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে ওইদিন বিকেলে তিনি তার বাড়ি মাড়িয়া ইউনিয়নের সূর্যপাড়া গ্রামে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি স্থানীয় মিডিয়া কর্মীদের সামনে তুলে ধরেন।

অভিযোগ ও সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জানুয়ারী জাহানারার স্বামী মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃত্যু বরণ করেন। সেকেন্দার আলী ছিলেন বেসকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। স্বামী বেঁচে থাকাকালীন জাহানারা দম্পত্তি তাদের ছোট ছেলে জাকারিয়ার আশ্রয়ে থাকতেন। জাকারিয়া তাদের ভরণপোষন করতেন। মুক্তিযোদ্ধা স্বামীর মৃত্যুর পর তার সম্মানী ভাতা জাহানারার নামে স্থানান্তরিত করা হয়। এদিকে মুক্তিযোদ্ধা ভাতার টাকা সরকারি ভাবে বাড়তে বাড়তে বিশ হাজার টাকা হলে ওই টাকার প্রতি নজর পড়ে বড় ছেলে জাহিদুর রহমানের।

জাহিদুর রহমান ঢাকার মহাখালিতে এন,এস,আই অফিসের একজন অফিস সহকারি । ২০১৮ সাল থেকে জাহিদুর এই টাকার জন্য তার মাকে নানান ভাবে মানসিক চাপ ও নির্যাতন শুরু করে। প্রতিবেশিরা জানান, জাহিদুল বিভিন্ন সময় ছুটিতে বাড়িতে এসে ওই টাকার ভাগ নেওয়ার জন্য তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ মারপিট শুরু করে। তাকে এই কাজে সহযোগিতা করে তার স্ত্রী সানজিদা আক্তার মিন। সে বিভিন্ন ভাবে স্বামীকে প্ররোচনা ও ইন্ধন দিয়ে শ্বাশুড়ীর ওপর অমানুষীক নির্যাতন ও মারপিট করে বাড়িছাড়া করার হুমকি দেয়।

তারা স্বামী স্ত্রী মিলে জাহানারা ও তার ছোট ছেলের বাড়ির যাতাযাতের রাস্তা বন্ধ করে দেয় এবং সেখানে হাঁস-মুরগী ও গরু-ছাগলের মলমূত্র ফেলে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এভাবে অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে চলতি মাসের ২০ এপ্রিল জাহিদুলের স্ত্রী সানজিদা তার শ্বাশুড়ীর বাড়ির মেইন গেইটে তালাবদ্ধ করে রাখে এবং পানির লাইন বন্ধ করে রাখে। এ সময় রমজান মাস । চরম বেকায়দায় পড়ে যান বিধবা জাহানারা বেওয়া ও তার ছোট ছেলে জাকরিয়া।

পরে তারা ৯৯৯ নাইনে কল করলে পুলিশ এসে অবরুদ্ধ জাহানারা বেওয়া ও তার ছোট ছেলে জাকারিয়াকে উদ্ধার করেন। এ সময় পুুলিশ উভয় পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা করে শন্তিস্থাপন করে দিলেও তাদের সেই শান্তির ধারা অল্পদিনেই ভেস্তে যায় জাহিদুলের স্ত্রী সানজিদা আক্তারের কারণে। তিনি দু’এক দিন পরেই শ্বশুড়ীর প্রতি আবারও অত্যাচার নির্যাতন শুরু করেন। কথায় কথায় তার বাড়ির পানির লাইন বন্ধ দনে এবং মলমূত্র ফেলে আবার তাদের চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টি করেন।

জাকারিয়া অভিযোগ করে বলেন, তারা চার ভাই এক বোন। সবাই বিবাহ করে যে যার মত পৃথক। পিতা জীবিত থাকাকালীন তিনি পিতামাতার দেখাশুনা করে তার আশ্রয়ে রেখে ছিলেন। পরে পিতার মৃত্যু হলে তার বিষয়সম্পত্তির অধিকাংশই তার বড়ভাই সহ অন্যান্য ভাইয়েরা ভোগদখল শুরু করেন। এখনও সম্পত্তির বেশির ভাগই তাদের ভোগদখলে রয়েছে। তিনি মায়ের ইচ্ছাতেই তার মায়ের ভরণপোষন চিকিৎসার যাবতীয় দেখাশুনা করে আসছেন। জাকারিয়া আরো জানান, তার ভাই এন,এস,আই-তে চাকুরী করায় প্রায় তাকে মাদক সহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় এবং বলে আমি প্রশাসনের লোক। পুলিশ আমার কিছুই করবে না। উল্টো তুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলের ভাত খাওয়াব। জাহানারা বেওয়া জানান, স্বামীর মৃত্যুর পর তার মুক্তিযোদ্ধার ভাতার টাকা তার খাওয়াপড়া ও চিকিৎসা কাজে ব্যয় করে যে টাকা বাঁচে তা তিনি সব ছেলে ও মেয়ের পক্ষের নাতিপুতিদের মাঝে সমান করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার বড় ছেলে এই টাকার ষোলআনা ভাগ দাবী করে তার ছোট ছেলের উপর অন্যায় ভাবে নির্যাতন ও জুলুম শুরু করায় তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাহিদুল রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও একপেষে দাবী করে বলেন, এর আগে গ্রাম্য শালিসীতে বিষয়টি নিয়ে মিমাংসা হয়েছে। সেখানে আমাকে ভাতার টাকা দেওয়ার বিষয়ে বলা আছে। এদিকে মায়ের দেখাশুনা ভরনপোষন না করে তার ভাতার টাকার ভাগ চান কেন এমন প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর করেননি না।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য এসআই রফিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই রফিক জানান, এ বিষয়ে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে জাহিদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি মানুষ তো সুবিধার না। তদন্ত আরো করে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

প্রতিমুহুর্ত্বের খবর দ্রুত পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে

বাগমারায় শেষ সময়ে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

বাগমারায় কৃষক দলের উদ্যোগে ইফতার মাহফিল

আট মাসে ধর্ষণের শিকার ৫৭৪ কন্যাশিশু, বাল্যবিয়ে ২৩০১ জনের

বাগমারায় মিথ্যা অভিযোগ দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন

বাগামারায় প্রচারনায় এগিয়ে আওয়ামীলীগ সমর্থিত মীর ইকবাল

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

বাগমারায় জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু’র মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

কাতার বিশ্বকাপকে স্বাগত জানাতে ভিন্ন আয়োজন বাগমারার শিকদারী টাউনে

x
error: Content is protected !!