কাঁচি প্রতীকের প্রার্থীর প্রচার মিছিলে নৌকার ক্যাডারের হামলা, আহত ৩০ - দৈনিক বাগমারা
রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

কাঁচি প্রতীকের প্রার্থীর প্রচার মিছিলে নৌকার ক্যাডারের হামলা, আহত ৩০

প্রতিবেদক
Dainik Bagmara
ডিসেম্বর ৩১, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

বিজ্ঞাপন

বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪ (বাগমারা) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রচার মিছিলে হামলা করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নৌকা প্রতীকের শ্লোগান দিয়ে কাঁচি প্রতীকের মিছিলে হামলা চালায়। পরে সংঘর্ষ বেধে যায় উভয়ের মধ্যে। এতে কাঁচি প্রতীকের প্রার্থীর পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার বিকেল ৫ টার দিকে গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ বাজারের এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। যাদের বেশীর ভাই ইটের আঘাতে মাথা ফেটে গেছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের শীরেরও ইটের আঘাত লাগে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫ টার দিকে মাদারীগঞ্জ বাজারের উত্তরপাশ থেকে গণসংযোগ এবং প্রচার মিছিল শুরু করেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। কাঁচি প্রতীকের শ্লোগান দিতে দিতে প্রার্থী ও তার সমর্থকরা প্রায় দুইশো গজ যাওয়ার পর নৌকার নির্বাচনী ক্যাম্প থেকে হামলা করা হয়। এ সময় তারা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ইটের আঘাত পেয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক এমপি একটি দোকানে ঢুকে নিজেকে রক্ষা করে।

পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল শুরু হয়। প্রায় আধা ঘন্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে বিজিবি ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক এমপি। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানান তিনি।

আহতরা হলেন, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগ শাহাদত হোসেন, আশরাফুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক, মিঠু, এনামুল হক, আজাদ, মাসুদ রানা, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিক বাশার সবুজ, ছাত্রলীগ নেতা নাইম ইসলাম, হৃদয়, ফাইসাল, তানভিরুল আলম তোহা, আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, মেহের আলী, সোলাইমান আলী, মরিয়ম বেগম, আবেদা বেগম, জাহানারা, ছবেদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা ও দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলামের নেতৃত্ব এ হামলা হয়েছে। আহতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। তারা স্বতন্ত্র প্রার্থী ও টানা তিনবারের সংসদ সদস্য এনামুল হকের কর্মী হিসেবে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন।

স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, প্রচারণা শুরুর পর থেকে নৌকার প্রার্থী বাগমারা জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করে আসছে। যাতে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে না পারে। এর অংশ হিসেবে তারা আমার গণসংযোগ ও প্রচার মিছিলে নৌকার প্রার্থীর সমর্থকরা দুই দফায় আকর্ষিক ভাবে হামলা করেছে। হামলায় কয়েকজন নারীসহ অন্তত ৩০ জন আহত হন। আমি নিজেও ইটের আঘাতে বেধা পেয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পুলিশ ও বিজিবি দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

প্রতিমুহুর্ত্বের খবর দ্রুত পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাগমারা থেকে রংপুরে বদলি হলেন এসিল্যান্ড মাহমুদুল হাসান

জার্মানিতে প্রথমবার মাইকে শোনা গেল আজানের ধ্বনি

বাগমারার গোবিন্দপাড়ায় এমপি এনামুল হকের উন্নয়ন বার্তা নিয়ে মহিলা লীগ

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন এমপি এনামুল হক

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে শান্তি বিরাজমানঃ এনামুল হক এমপি

বাগমারায় মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ গ্রেপ্তার

মেয়াদোত্তীর্ণ কসমেটিকস-খাদ্য-ওষুধ বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগমারার এমপি এনামুল হককে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে দুষ্কৃতিকারীরা

ভবানীগঞ্জ নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা

ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হান্নানের ইফতার

x
error: Content is protected !!