মোঃ মিজানুর রহমান মিজান,স্টাফ রিপোর্টার
নওগাঁয় কামাল আহমেদ নামে বিএনপি নেতাকে খুন করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাতে সাহাপুর গ্রামের তালপুকুর নামক স্থানে ওই ঘটনা ঘটে। কামাল আহমেদ ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বলে জানা গেছে। তিনি নওগাঁ শহরের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী বগুড়ার জেলার সানান্তাহার থেকে নওগাঁয় আসছিলেন কামাল। পথে সাহাপুর গ্রামের তালপুকুর নামক স্থানে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আশপাশের কয়েকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসে। কিছু পরে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে তার মরদেহটি নওগাঁ জেনারেল হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষ হলে অনেক কিছুই পরিষ্কার হবে।