বাগমারা প্রতিনিধি:
বাগমারা ডিগ্রি কলেজের স্নাতক (২০২১-২২) শিক্ষাবর্ষের এবং এইচএসসি (২০২২-২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও আলোচনা সভার মধ্য দিয়ে নবীনদের বরণ এবং ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান। বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসবাদে না জড়িয়ে দেশ এবং সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেকে আলোর পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক ফরহাদ আলী, উজ্জ্বল হোসেন প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।