বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগের নেতা আব্দুস সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন - দৈনিক বাগমারা
মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগের নেতা আব্দুস সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন

প্রতিবেদক
Dainik Bagmara
অক্টোবর ২৪, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সালেহা ইমারত ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে বিকেল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সোবহান চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর জানাযায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

অন্যদিকে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

মরহুমের জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান রেজাউল হক, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মটর, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু সহ মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ। এছাড়াও রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন কালে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে সন্তানাদী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী দীর্ঘদিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।

জানাযার পূর্ব মূহুর্তে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

মার্কিন ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানি রুপি

বাগমারা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজের মৃত্যুতে ইঞ্জিঃ এনামুল হকের শোক প্রকাশ

বাগমারার গোবিন্দপাড়ায় এমপি এনামুল হকের উন্নয়ন বার্তা নিয়ে মহিলা লীগ

বাগমারায় আকাশ গ্রুপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগমারায় পুলিশের হাতে চেয়ারম্যান আলমগীর সরকার গ্রেপ্তার

বাগমারায় নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাগমারায় যুবলীগ নেতা মতিনের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া ছাত্রীকে বই উপহার দিলেন ইউএনও

নৌকার প্রার্থী কালামের বিরুদ্ধে আরও একটি মামলা করার নির্দেশ ইসির

error: Content is protected !!