বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় বেপয়ারা গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকারে প্রাণ গেল বরকতউল্ল্যাহ (৬৫) নামে এক হোটেল ব্যবসায়ী। সোমবার বিকেলে উপজেলার মচমইল-মাদারীগঞ্জ সড়কে প্রেমতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের আরোহীসহ দুই জন গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মোহনপুর উপজেলার হলুদাগাছির গ্রামের আহসান আলীর ছেলে সাগর (২০) ও তার বন্ধু একই এলাকার বাকশিমল গ্রামের শুকুর আলীর ছেলে আমিনুল ইসলাম (১৮) সহ তিনটি মোটরসাইকেলে কয়েকজন কেশরহাট হয়ে মোহনগঞ্জ সড়কের মাঝখানে দুবিলার বিলের আনন্দ স্পটে ঘুরতে বের হয়। এ সময় তাদের মোটরবাইকের গতি সর্বোচ্চসহ তারা বাউলি খেলছিল।
দুবিলার পথে প্রেমতলী নামক স্থানে মচমইল বাজারের বেলতলার হোটেল ব্যবসায়ী বরকত উল্লাহ বাজারে যেতে
ভ্যানগাড়ীর জন্য অপেক্ষা করছিল। দোল দেয়া ওই মোটরসাইকেলটি সজুরে তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে বরকত উল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেলের আরোহী সাগর ও আমিনুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। সঙ্গে থাকা তাদের আরো দুইটি মোটর সাইকেল ঘটনা দেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। থানায় মোটর যান আইনে একটি মামলা হবে। এছাড়া নিহতের ঘটনায় কোন বাদি না হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।zs