বাগমারায় কৃষকলীগ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় থানায় অভিযোগ - দৈনিক বাগমারা
শনিবার , ২২ জুলাই ২০২৩ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় কৃষকলীগ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় থানায় অভিযোগ

প্রতিবেদক
Dainik Bagmara
জুলাই ২২, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় কৃষকলীগ নেতা মকলেছুর রহমানকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। লাঞ্ছিতের ঘটনায় মকলেছুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। মকলেছুর রহমান বাগমারা উপজেলা কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক।

সে ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী মহল্লার মৃত মহাসীন আলী প্রাং এর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ভবানীগঞ্জ বাজারে একা পেয়ে একই পৌর এলাকার দানগাছী মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে মতলেবুর রহমান বেধড়ক মারপিট করে। পরে আহত মকলেছুর রহমানকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করা হয়।

এছাড়াও গত ২০ জুলাই একই মহল্লার মৃত মজিবুর রহমানের আরেক ছেলে আবু রায়হান নানা ভাবে বাদীকে হুমকি প্রদান করেন।

অভিযোগকারী উপজেলা কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক মকলেছুর রহমান বলেন, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে বক্তব্য দেয়ার অভিযোগ তুলে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে মতলেব।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

x
error: Content is protected !!