ভালো কিছু হতে গেলে ,ভালো কাজ করতে হবে: এমপি এনামুল হক - দৈনিক বাগমারা
শনিবার , ২৯ অক্টোবর ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ভালো কিছু হতে গেলে ,ভালো কাজ করতে হবে: এমপি এনামুল হক

প্রতিবেদক
Dainik Bagmara
অক্টোবর ২৯, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে “আগামী দিনের নেতৃত্ব” শীর্ষক সেমিনার। শনিবার মাড়িয়া মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কলেজ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাড়িয়া মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

অনুষ্ঠানের প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা জীবনে সময়ের দাম সবচেয়ে বেশি। সময় একবার পার হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সময়ের মূল্য দিতে হবে। নিজেকে প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে পরিশ্রমের বিকল্প নেই। শুধু লেখাপড়া করলেই নিজেকে অনেক বড় জায়গায় দাঁড় করানো সম্ভব না। বাংলাদেশকে জানতে হবে। দেশের স্বাধীনতার ইতিহাসকে জানতে হবে। দেশ এক দিনে স্বাধীন হয়নি। এর পিছনে অনেক ইতিহাস জড়িয়ে আছে। জীবন দিতে হয়েছে লাখ লাখ মানুষকে।

শিক্ষার্থীদের শুধু সমাজের গন্ডির মধ্যে আবদ্ধ থাকলে হবে না। সমাজ থেকে রেব হওয়ার চেষ্টা করতে হবে। ব্যস্ততার মধ্যে দিয়েই ভালো কিছু করতে হবে। পড়াশোনার বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অনেক জ্ঞানীগুণীদের সম্পর্কে জানতে হবে। কলেজের খাতায় নিজের নাম থাকলেই ছাত্র হওয়া যাবে না। ছাত্রের যে দায়িত্ব তা মেনে চলতে হবে।

প্রধান আলোচক আরো বলেছেন, মা-বাবার প্রতি যতœবান হতে হবে। তাঁদের কষ্টের মূল্য দিতে হবে। তাই ভালো কিছু হতে গেলে, ভালো কাজ করতে হবে। আগামীতে ভালো কিছু করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করেন উক্ত অনুষ্ঠানের প্রায় সাড়ে ৩ শত শিক্ষার্থী।

এছাড়াও “আগামী দিনের নেতৃত্ব” শীর্ষক সেমিনারে আগামীতে করণীয় বিভিন্ন বিষয়ে সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান আলোচক ইঞ্জিনিয়ার এনামুল হক।

গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রভাষক আশরাফুল ইসলাম বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাড়িয়া মহাবিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং চেয়ারম্যানবৃন্দ।

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় নৌকা প্রার্থীর সশস্ত্র ক্যাডারদের হামলায় কৃষকলীগ নেতা গুরুতর জখম

বাগমারায় বিএনপি নেতা কামাল হোসেনের লিফলেট বিতরণ

রাজশাহী রংপুরে আ.লীগের বেশিরভাগ এমপিই মনোনয়ন পাচ্ছেন

বাগমারায় ব্র্যাকের যৌন হয়রানী প্রতিরোধে কর্মশালা

বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কীটনাশক ডিলারের জরিমানা

সারাদেশে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক

বাগমারার সেই অসহায় নিস্তেজ বৃদ্ধার পাশে ডিসি-ইউএনও

প্রতিটি বাড়ি হবে এক একটি খামারঃ এমপি এনামুল হক

বাগমারায় এনা প্রপার্টিজের এপার্টমেন্ট প্রকল্পের কার্যক্রম শুরু

x
error: Content is protected !!