বাগমারায় বোরো মৌসুমে শ্রমিক সংকট, বেড়েছে মজুরী - দৈনিক বাগমারা
বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় বোরো মৌসুমে শ্রমিক সংকট, বেড়েছে মজুরী

প্রতিবেদক
Dainik Bagmara
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

বিজ্ঞাপন

শামীম রেজা, বাগমারা

আবহাওয়া অনুকূল থাকায় বাগমারায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বোরো চাষের সেচ সার বীজ সহ আনুসাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১৫ হাজার ৫শ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।

আরো ৫ হাজার হেক্টর জমিতে রোরোর আবাদ চলমান রয়েছে। অধিকাংশ কৃষকরা স্থানীয় ভাবে নিজেদের উৎপাদিত বোরোর চারা রোপণ করছেন। তবে বাজারেও স্বল্প দামে মিলছে না ভালো মানের চারা।

মাড়িয়ার কৃষক লুৎফর রহমান জানান, তিনি এবার সাড়ে পাঁচ বিঘা জমিতে বোরোর আবাদ শুরু করেছেন। তিন বিঘাতে ইতিমধ্যে চারা রোপণ কাজ শেষ করেছেন। তার মতে, বোরো চাষের খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। সেই সাথে বেড়েছে শ্রমিকের মজুরী। দেখা দিয়েছে শ্রমিক সংকট। তার পরও চাষাবাদ চালিয়ে যেতে হচ্ছে। তার মতে, বোরো চাষের জন্য প্রযোজনীয় সারের এখন পর্যন্ত কোন সংকট দেখা দেয়নি।

তবে আপদকালে যাতে ইউরিয়া সারের কোন সংকট না হয় তার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জেলার বিএডিসি গোডাউনে পর্যাপ্ত সার সংরক্ষনের দাবী জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, কৃষকরা সকাল থেকেই বোরোর চারা রোপণে ব্যস্ত থাকেন। এবার বোরোর আবাদ এই উপজেলায় লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

প্রতিমুহুর্ত্বের খবর দ্রুত পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত
x
error: Content is protected !!