বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় দিনের মতো এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক বাগমারা
মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় দিনের মতো এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
Dainik Bagmara
মে ২, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ

বিজ্ঞাপন

বাগমারা প্রতিনিধি

সারা দেশের ন্যায় গত রোববার রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এই পরীক্ষা। চলতি বছর বাগমারায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে এসএসসির ৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৩টি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বাগমারায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১১টি কেন্দ্রে অংশ নেয় ৬ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৪ হাজার ৬৬৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ৯৭৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬০৭ জন। তবে প্রতিটি কেন্দ্রে দু-এক জন করে পরীক্ষার্থী অনুপস্থিত থাকছেন। পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যাল, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল মহুমুখী উচ্চ বিদ্যালয়, সাকোঁয়া উচ্চ বিদ্যালয়, তাহেরপুর উচ্চ বিদ্যালয় এবং তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয়।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা হচ্ছে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ এবং হাটগাঙ্গোপাড়া বি.এম কারিগরি কলেজ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, বাড়িগ্রাম দাখিল মাদ্রাসা এবং তাহেরপুর ফাজিল মাদ্রাসা।

সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার পরিবেশ অনেক সুন্দর। আমাদের কেন্দ্রে ৮৬৩ জন শিক্ষার্থী দ্বিতীয় দিনে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জবান আলী বলেন, উপজেলা সদরের বাইরে হলেও শান্তিপূর্ণ ভাবে এই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের কঠোর নজরদারীর কারণে অবৈধ ভাবে পরীক্ষার হলে কোন কিছু করার সুযোগ নেই। কেউ অবৈধ পন্থা অবলম্বন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরুত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কেন্দ্রে গুলোতে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। পরীক্ষা চলাকালীন সময়ে তারা সর্বদায় কেন্দ্রের সার্বিক বিষয়ে নজর রাখছেন। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য এর আগে ২০২১ সালে মাত্র ৩টি বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই সাথে ২০২২ সালে এসে ৯ বিষয়ে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্যদিকে এবছর সকল বিষয়ে এবং পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

প্রতিমুহুর্ত্বের খবর দ্রুত পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত
x
error: Content is protected !!