শুক্রবার বিয়ে হয় সাজেদুর রহমানের। আজ শনিবার ছিল বৌভাতের অনুষ্ঠান। চলছি রান্নার আয়োজন। তবে বৌভাতের জন্য দই-মিষ্টি আনতে গিয়ে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বর সাজেদুরের। এতে আহত হয়েছেন তার ভগ্নিপতি মিশন রহমান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত সাজেদুর নওগাঁর আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আজাদুল প্রামাণিকের ছেলে। আজ সকাল পৌনে ১১টার দিকে উপজেলার শুটকিগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, শুক্রবার আনুষ্ঠানিকভাবে খালাতো বোনকে বিয়ে করেন সাজেদুর। শনিবার বৌভাতের আয়োজন চলছিল। সেই অনুষ্ঠানের দই-মিষ্টি আনতে ভগ্নিপতি মিশন রহমান ও রতনকে নিয়ে ভবানীপুর বাজারে যান। ফেরার পথে শুটকি গাছাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজেদুরকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।