নিজস্ব প্রতিবেদক:
কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ” শীর্ষক প্রকল্পের অর্থায়নে কমপানি গ্রাহী যব (বার্লি) ফসল উৎপাদন প্রযুক্তির উপর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, নওগাঁর মহাদেবপুর জোনের আয়োজনে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, নওগাঁ-২ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, প্রকল্প পরিচালক সেলিম কবীর, সহকারী প্রকৌশলী সেলিম রেজা , সহকারী ব্যবস্থাপক (কৃষি) আরে এম এম সাকিব এবং সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আনোয়ারা খাতুন সহ অন্যান্যরা। মাঠ দিবসে ৩০ (ত্রিশ) জন কৃষকের উপস্থিতিতে যব উৎপাদন কলাকৌশলের উপরে পরামর্শ প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, ৯০-১০০ দিনেই যব ফসল উৎপাদন করা যায়। যব ক্ষরা সহনশীল ফসল । এর শিকড় মাটির অনেক গভীর থেকে রস সংগ্রহ করতে পারে তাই বরেন্দ্র এলাকার জন্য খুবই উপযোগী ফসল যব। পুষ্টিমানের দিক থেকেও যব অন্যান্য ফসলের তুলনায় এগিয়ে। প্রচুর পরিমানে আঁশ সম্বৃদ্ধ ফসল যব। যব বিভিন্ন উপায়ে ব্যবহারের পাশাপাশি শিশু খাদ্য হিসাবেও সারাবিশ্বে ব্যবহার হয়।