বাগমারা প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা” মুজিব স্মরণে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজের নেতৃত্বে ২ শতাধিক নেতাকর্মী বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণ কালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে যোগদানের উদ্দেশ্যে বাগমারা থেকে রওনা দেয়।
শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সেই অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মী সহ যোগদান করে আব্দুর রউফ রাজ। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির দিক নির্দেশনায় উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত রেখেছেন তিনি।