স্টাফ রিপোর্টার, বাগমারা: ২০০৪ সাল বিক্ষুব্ধ বাগমারা। সর্বত্র বাংলা ভাইয়ের তা-ব। সেই সময় বাগমারা সামলিয়েছেন ইউএনও সুবোল বোস মনি। ২০০৬ সাল পর্যন্ত তিনি বাগমারায় থাকেন। ওই বছরের ৭ মার্চে তিনি রাজশাহী শহরে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে বদলী হয়ে হন। পরে তিনি পদোন্নতি পেয়ে মন্ত্রনালয়ে যোগদান করেন।
সর্বশেষ তিনি মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পান। সেখানে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করে বর্তমানে এলপিআর’এ রয়েছেন । বাগমারা ছাড়লেও তিনি বাগমারাকে রেখেছেন মনের মনি কোঠায়। আত্মীয়তার সুবাদে দীর্ঘদিন পর রাজশাহী এসে তিনি ভুলতে পারেননি প্রিয় বাগমারা ও বাগমারার মানুষকে। তাইতো সুয়োগ পেয়ে ছুটে এসেছেন বাগমারায় ।
গত মঙ্গলবার সেই ইউএনও সুবোল বোস মনি বাগমারায় এসে দিনব্যাপি অবস্থান করেন। এ সময় সাবেক ইউএনও সুবোল বোস মনির বাগমারা আসার খবর পেয়ে শিক্ষক মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ছুটে আসেন তাকে এক নজর দেখতে। সকালে সুবোল বোস ইউএনওর’র দপ্তরে পৌছালে ইউএনও সাইদা খানম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা এক সাথে সকালের নাস্তা সারেন এবং উপজেলা পরিষদ চত্তর ঘুরে ঘুরে দেখেন।
পরে সুবোল বোস মনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু স্মৃতিযাদুঘর ও বাগমারার উল্লেখযোগ্য স্থান সমুহ পরিদর্শন করেন। এ সময় সুবোল বোস দীর্গদিন পর বাগমারায় এসে তার অনুভুতি ও স্মৃতিচারণ করে সাংবাদিকদের বলেন, বাগমারায় ২০০৪ সালের স্মৃতি কখনই ভুলে যাওয়ার নয়। দীর্গদিন পর বাগমারায় এসে খুবই ভালো লাগছে। ব্যাপক উন্নয়ন হয়েছে এলাকার। সর্বত্রই উন্নয়ন ও শান্তির ছোয়া দেখতে পাচ্ছি। সময় ও সুযোগ পেলে আবারও তিনি বাগমারায় আসার প্রত্যাশা ব্যক্ত করেন।