বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ওয়ারেছ গার্মেন্টেসের স্বত্বাধিকারী ড. ওয়ারেছ আলী নির্বাচিত হয়েছেন।
এর আগে চলতি বছরের ৫ মে ভবানীগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ীক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে নিহা এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী এস.এম মামুনুর রশিদ সভাপতি এবং নবরুপা বোরখা হাউসের স্বত্ত্বাধিকারী আশরাফুল ইসলাম ভুট্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। গঠিত ওই কমিটির সভাপতি দীর্ঘদিন মার্কেটে অনুপস্থিত থাকায় সর্বসম্মতিক্রমে শুধু সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন ওয়ারেছ গার্মেন্টেসের স্বত্ত্বাধিকারী ড. ওয়ারেছ আলী এবং পারভীন সুজের স্বত্ত্বাধিকারী আব্দুল মজিদ। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ। এতে ড. ওয়ারেছ আলী ৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ৩৯ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শাপলা মোবাইলের স্বত্ত্বাধিকারী আতাউর রহমান খয়বর। সহকারি নির্বাচন কমিশনার ছিলেন, ভবানীগঞ্জ নিউমার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম বিশ্বাস, ডিজিটাল কম্পিউটারের স্বাত্ত্বাধিকারী আশরাফুল ইসলাম ও শাপলা টেইলার্সের স্বাত্ত্বাধিকারী এমদাদুল হক।
ভবানীগঞ্জ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির মোট ভোটার সংখ্যা ৯১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৮৭ টি।