বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নে গ্রামীণ রাস্তা পাকাকরণের লক্ষ্যে বক্স কাটিং কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় মরাকুড়ি মোড়ে প্রধান অতিথি হিসেবে রাস্তার কাজের উদ্বোধন করেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।
বাগমারা আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে। রাস্তা পাকাকরণ কাজটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মরাকুড়ি-মাধাইমুড়ি এক কিলোমিটার রাস্তা পাকাকরণে ব্যয় হবে প্রায় ৯০ লক্ষাধিক টাকা।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শীতেন্দ্রনাথ প্রাং, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, সেডকোর পরিচালক এম.এম. আশরাফুজ্জামান প্রমুখ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।