বাগমারার গনিপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডে আ’লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক বাগমারা
মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারার গনিপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডে আ’লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Dainik Bagmara
জুলাই ১১, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের পৃথক স্থানে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৫টি ওয়ার্ডের ৩টি ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে সরাসরি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের নেতৃবৃন্দ সুসংগঠিত। ওয়ার্ড পর্যায়ের কার্যকরি কমিটির সভা সেটাই প্রমাণ করে। তৃণমূলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। দেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দৃশ্যমান। ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটি যতো শক্তিশালী হবে সেখানে কোন অপশক্তি মাথা চাড়া দিতে পারবেনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই তৃণমূল নেতৃবৃন্দের মূল্যায়ন হয়। নেতৃবৃন্দ সাহসের সাথে সাংগঠনিক কাজ করে থাকে। কেউ যেন দলের ক্ষতি করতে না পারে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে সাধারণ মানুষ শান্তিতে আছে। শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মঙ্গলবার বিকেলে গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ মাছ বাজারে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোয়াব আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি এস,এম, এনামুল হক, সদস্য অহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুর রহিম মিঠু, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, মাহাবুর রহমান মিঠু সহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে ৪ নং ওয়ার্ডের মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এ সময় উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ৩ নং ওয়ার্ডের কুমানিতলা নতুন হাটে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামসুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, কৃষকলীগ নেতা মতিউর রহমান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সদস্য জাহেদুর রহিম মিঠু, মিজানুর রহমান, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি এস,এম, এনামুল হক, সদস্য অহিদুল ইসলাম, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, মাহাবুর রহমান মিঠু সহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভা খালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওর্যার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ। পরিচালনা করেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেই সাথে ১ নং ওয়ার্ডের কাজিহাটা মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপত্বি এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সম্পাদিকা জাহানারা বেগম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী। উক্ত কার্যকরি কমিটির সভায় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেলা কৃষকলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে এগিয়ে ওয়াজেদ আলী খাঁন

নওগাঁর মহাদেবপুরে বিএমডির মাঠ দিবস অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে বিএমডির মাঠ দিবস অনুষ্ঠিত

ভালো কিছু হতে গেলে ,ভালো কাজ করতে হবে: এমপি এনামুল হক

বাগমারায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

বাগমারার গনিপুর ও বড়বিহানালী ইউনিয়নে শেষ হলো ওয়ার্ডে আ’লীগের কার্যকরি কমিটির সভা

বাগমারায় ভয়াবহ লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে, অভিযোগের তীর কর্মকর্তাদের বিরুদ্ধে

রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন হবে বাগমারায়, সভাস্থল পরিদর্শনে নেতৃবৃন্দ

বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষ নিহত ১

বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

x
error: Content is protected !!