বাগমারায় হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম শনাক্তে তদন্ত কমিটি গঠন - দৈনিক বাগমারা
সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম শনাক্তে তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
Dainik Bagmara
সেপ্টেম্বর ২, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি 

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাসানুজ্জামান এর নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফিরিস্তি তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  সোমবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সুধিবৃন্দ উপস্থিত হয়ে এই অভিযোগ অত্র দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। 

অভিযোগ সূত্রে জানাগেছে, ২০০৬ সালে  হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এস এম হাসানুজ্জামান। যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম নিজেই পরিচালনা করেন। বেশ কয়েক বছর থেকে প্রতিষ্ঠানের অনিয়মকে বৈধ করতে একক আধিপত্য বিস্তার করেন।

বিশেষ করে টিউশন ফি, বাৎসরিক ছাত্র বেতন ও অন্যান্য পাওনাদি, ব্যাংক ভবনের ভাড়া, মাঠের ইজারা, রশিদ বই রেজুলেশন মাফিক কয়টি, প্রসংশা পত্র বিক্রয়, প্রভিডেন্ট ফান্ড, ২০১৬ সাল থেকে কমিটি না থাকা, একই শিক্ষক প্রত্যেক বছর শিক্ষক প্রতিনিধি হওয়া, 

স্কুল শিক্ষকের বেতন ১৫০ মাস করে বকেয়া, স্কুলের গোডাউন হতে পুরাতন বই বিক্রয়, প্রতি বছর কমপক্ষে ২৫ মণ, শিক্ষকের পক্ষ হতে প্রভিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা হলেও প্রভিডেন্ট ফান্ডে কোন  টাকা না থাকা,  প্রধান শিক্ষকের নিকট বিধান অনুযায়ী ৫০০ পাঁচ শত টাকার বেশি রাখা যাবে না, স্কুলের কোন ক্যাশ প্রধান শিক্ষকের নিকট জমা রাখা যাবে না,  ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সুষ্ঠু হিসাব প্রদান সহ নানা অনিয়মের কথা তুলে ধরা হয়েছে।  

এর আগে গত রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকনৃন্দ।

অভিযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন, হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক এস এম শওকত হোসেন নান্নু, মামুনুর রশিদ, মোজাম্মেল হক, শিক্ষার্থীদের মধ্যে সিয়াম, সিহাব, শাহরিয়ার হোসেন,  ঐশী, লামিয়া প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  আগামী ১০ দিনের মধ্যে অর্থ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় জালিয়াতির অভিযোগে দলিল লেখক পলাতক

বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় সাবেক যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

বাগমারায় এনা প্রপার্টিজের এপার্টমেন্ট প্রকল্পের কার্যক্রম শুরু

বাগমারায় মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

সরকার উৎখাতের আন্দোলন করে লাভ নেই লোকজনের কাছে গিয়ে ভোট চানঃ এমপি এনামুল হক

বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভায় সরকারের সুফলভোগীদের সাথে এমপির মতবিনিময় সভা

বাগমারায় মোটরসাইকেলে বেপয়ারা গতিতে প্রাণ গেল হোটেল ব্যবসায়ীর

বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল অনুষ্ঠিত

বাগমারায় বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ

x
error: Content is protected !!