বাগমারা প্রতিনিধিঃ
গত ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পূর্ব মুহুর্তে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারন মানুষের উপর হামলাসহ স্থানীয় সাংবাদিকের দোকান পাট ভাংচুর অভিযোগে ভবানীগঞ্জ পৌরসভার যুবলীগের ক্যাডার মশিউর রহমানকে (৩৫) আটক করেছে বাগমারা থানার পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ভবানীগঞ্জ পৌরসভা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মহল্লার আনিছার রহমানের ছেলে।
বাগমারা থানার পুলিশ জানায়, পৌরসভার যুবলীগের ক্যাডার মশিউর রহমার গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জনসাধারন ও স্থানীয় সাংবাদিকের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও আহত করেছেন। এ ছাড়াও তিনি উপজেলা যুবদলের নেতা মুনসুর রহমানকে হত্যার চেষ্টা চালিয়েছিল।
আওয়ামীলীগ সরকারের আমলে যুবলীগের ক্যাডার মশিউর রহমান পৌরসভার প্রকৌশলী লিটন মিয়াকে শারীরিক ভাবে নির্যাতন, পল্লী চিকিৎসক গোপাল চন্দ্রকে মারধর, স্থানীয় সাংবাদিক আব্দুল মতিনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। সে সময় যুবলীগের এই দাপটে এলাকার সাধারন মানুষ অতিষ্ট ছিল। মাদক কারবারী হিসেবে তিনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি পৌরসভায় আসার পর পুলিশ তাকে আটক করে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় যুবলীগ নেতা মশিউর রহমান তাদের উপর হামলা চালিয়ে আহত করেন। এছাড়াও তিনি যুবদল নেতা মুনসুর রহমানকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করে। ওই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।