বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে শুরু হওয়া ক্রিকেট ব্যাচ টুর্ণামেন্ট ২০২৪ (সিজন-৭) এর পর্দা নামলো ফাইনাল টুর্নামেন্টের মধ্যে দিয়ে। ঐতিহ্যবাহী মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গত ২০০০ সাল থেকে ২০২৩ সালের শিক্ষার্থীদের নিয়ে ঈদুল ফিতরের দিন উক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছিল। ঈদের ছুটি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ব্যাচ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
উক্ত টুর্ণামেন্টে প্রাক্তন শিক্ষার্থীদের ২০টি ব্যাচ অংশ গ্রহণ করেছিল। মঙ্গলবার বিকেলে তিন দিন ব্যাপি জমকালো ব্যাচ টুর্নামেন্টের খেলা শেষে ফাইনাল অনুষ্ঠিত হয়।
ব্যাচ টুর্ণামেন্ট ফাইনাল ঘিরে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নিজ নিজ দলের খেলোয়াড় সহ দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিন্ন ভিন্ন রঙ্গের জার্সি পরে ব্যাচ টুর্ণামেন্টের ফাইনালে অংশ নেয় খেলোয়াড়রা।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যাচ টুর্নামেন্টের সভাপতি সাবেক শিক্ষার্থী আরাফাত রহমান সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষা অফিসার গোলাম রহমান।৷
ব্যাচ টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষার্থী কে.এম.আই নির্জন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী, সাবেক শিক্ষার্থী ও চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রকৌশলী মিজানুর রহমান সরকার, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, মশিউর রহমান, ব্যাচ টুর্নামেন্টের পরিচালক আলী মুর্তজা, সহ সভাপতি রুবেল হোসাইন সহ ফাইনাল অনুষ্ঠানে ২০ দলের ক্যাপ্টেন সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ব্যাচ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।