বাগমারায় ভূমিহীনদের জায়গায় প্রভাবশালীর দালান ঘর নির্মাণ - দৈনিক বাগমারা
মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় ভূমিহীনদের জায়গায় প্রভাবশালীর দালান ঘর নির্মাণ

প্রতিবেদক
Dainik Bagmara
অক্টোবর ১০, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় সরকারী বরাদ্দকৃত ভুমিহীনদের জমি জবর দখলের মাধ্যমে পাকা দালান বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে আব্দুস সালাম ও আফজাল হোসেন নামের দুই প্রভাবশালীর বিরুদ্ধে। ওই ঘটনায় আনোয়ারা ও বেলীনা নামের দুই ভুমিহীন নারী গত গত ১২ ও ১৪ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভুমি) বাগমারা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে অভিযুক্ত আব্দুস সালাম জমিটি তার নিজের বলে দাবী করেছেন।

সহকারী কমিশনার (ভুমি)’র দপ্তরের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১৬ ও ২০১৮ সালে সরকারী খাস ১৩ শতাংশ জমি উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আহসান আলী, জবেদা বিবি, হযরত আলী, বেলীনা বিবি, জামাল উদ্দীন, বিজলী বিবি ও আনোয়ারা নামের সাত ভুমিহীনদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) বাগমারা নামে আলাদা আলাদা ভাবে দলিল মূলে ১৩ শতাংশ জমি বন্দোবস্ত দেন। তখন থেকেই ভুমিহীনরা জমি গুলো তাদের দখলে নেন। অর্থের অভাবে তার সরকারী বরাদ্দকৃত জমিতে কোন কিছুই করতে পারেন নি। সুযোগ বুঝে একই গ্রামের প্রভাবশালী আব্দুস সালাম ও আফজাল হোসেন জমি গুলো নিজেদের দখলে নিয়ে পাকা দালান বাড়ি নির্মানের কাজ শুরু করেছেন। বাঁধা দিতে গেলে প্রভাবশালীরা তাদের লোকজন নিয়ে ভুমিহীনদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগের তিন সপ্তাহ অতিবাহিত হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন। অভিযোগকারীরা জানান, তারা দুর্বল বলে প্রভাবশালীরা তাদের জমি গুলো জবর দখল করছে, তেমনি প্রশাসন তাদের কথায় কর্ণপাত করছেন না। সরকারী ভাবে জমি গুলো ভুমিহীনদের মধ্যে বরাদ্দ দেয়া হলেও অর্থের অভাবে তারা তাদের জমি গুলো কোনই কাজে লাগাতে পারছেনা। প্রভাবশালীরা জমি গুলো দখলের পূর্বে ভুমিহীনদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নেয়ার কথা বলে। ভুমিহীনরা জমি গুলো বিক্রি না করায় তারা জোর পূর্বক দখল করে পাকা বাড়ি নির্মান করছেন। ভুমিহীনরা তাদের জমি গুলো উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোন সরকারী সম্পত্তি বা ভুমিহীনের জমি জবর দখল করেন নি। তিনি নিজের জমিতে পাকা বাড়ি নির্মান করছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।

যোগাযোগ করা হলে বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সুমন চৌধুরী জানান, অভিযোগকারী আনোয়ারা বিবি ভুমিহীন হিসেবে প্রধান মন্ত্রীর উপহারের সরকারী বাড়িতে উঠেছে। সরকারী নিয়মানুসারে একই ব্যক্তি দুই ধরনের সুযোগ সুবিধা নিতে পারে না। এছাড়াও বাড়ি নির্মানকারী আব্দুস সালামকে নিষেধ করা হয়েছে। সার্ভেয়ার দ্বারা জমিটির সীমানা নির্ধারনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। সরকারী জমিতে বাড়ি করলে তা ভেঙ্গে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।#

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় পুকুর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগমারায় পৌর কৃষকদলের কমিটিতে নৌকার পোলিং এজেন্ট, কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বাগমারায় কাদার বিলে খাল খনন করায় বদলে যাবে কৃষকের ভাগ্য

রাতের আঁধারে মুখোশধারীর হাতে বিএনপি নেতা খুন

বাগমারায় গার্ল গাইড এসোসিয়েশনের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

বাগমারার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবেঃ এমপি এনামুল হক

বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বাগমারায় কলেজ শিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগ

বিএনপির স্বপ্ন কখনো পূরণ হবে নাঃ খায়রুজ্জামান লিটন

x
error: Content is protected !!