
নিজস্ব প্রতিবেদক:
বিগত পৌর নির্বাচনে কেউবা ছিলেন আওয়ামীলীগ প্রার্থীর নৌকা প্রতীকের এজেন্ট, কেউবা বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর ও ধানের শীষের পোস্টারে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। তারাই এখন মনোনিত হয়েছেন বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের নেতা হিসেবে।
ঘটনাস্থল রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ২৪ ডিসেম্বর ভবানীগঞ্জ পৌর কৃষক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত ও সদস্য সচিব আবুল হোসেন স্বাক্ষরিত ভবানীগঞ্জ পৌর কৃষক দলের নতুন কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মোজাফফর হোসেন ও যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম।
বিএনপির তৃনমুল নেতাকর্মীদের অভিযোগ সদস্য সচিব মোজাফফর হোসেন বিগত পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর ও ধানের শীষের পোস্টারে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। অপরদিকে যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম পৌরসভার ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মালেক মন্ডলের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পৌর কৃষক দলের এই কমিটি আসার পর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পৌর কৃষকদলের সদস্য সচিব মোজাফফর হোসেন সাংবাদিকদের অভিযোগ সম্পর্কে বলেন, তিনি বিএনপির রাজনীতি করেন এটাই সঠিক। তবে পৌর নির্বাচনে তার চাচাতো ভাই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, উনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।সে সময় কাউন্সিলর প্রার্থী ভাইয়ের প্রচারণা করায় নিন্দুকেরা এই সকল কথাবার্তা বলছে।অফিস ভাংচুরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম এই প্রতিবেদককের ফোন রিসিভ করেননি।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে কৃষক দলের কমিটি গঠন করায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান। পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম বলেন, সদস্য সচিব পদ পাওয়া মোজাফফর নির্বাচনের সময় দরগা মাড়িয়া ৮ নং ওয়ার্ডে বিএনপির পোস্টার পুড়ায় বলে তিনি শুনেছেন।
এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মতামত নেওয়া সম্ভব হয়নি।
প্রতিমুহুর্ত্বের খবর দ্রুত পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন