বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় দুলাল হোসেন (২৮)নামের এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত দুলাল উপজেলার শ্রীপতিপাড়া গ্রামের আব্দুল গফুরের বড় ছেলে।
সোমবার একই গ্রামের ডাঃ আব্দুস সালাম সুন্টু এর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিকাল ৫টার দিকে দুলাল সুন্টু ডাক্তারের বাড়ির ছাদে কাজ করছিল। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইন পাশের একটি বাড়ির চালের সাথে লেগে ছিল। অসাবধানবশত দুলাল ঐ টিনের চালে হাত দিলে সেখানে সে আটকে যায়। এরপর তার শরীরে আগুন ধরে যায় এক পর্যায়ে সে সেখানেই মারা যায়।
নিহত দুলালের বাবা আব্দুল ওয়াহিদ বলেন, সকালে আমার ছেলে সুন্টু ডাক্তারের বাড়িতে কাজ করার জন্য যায়। বিকেলে আমি খবর পায় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তোফা আমিনুর রাশেদ বলেন, এটি একটি দুর্ঘটনা। এখানে কারো কোন হাত নেই।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ জানান এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।