বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিত জনিত কারণে তাঁর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রবিবার ( ২৫ শে আগস্ট/ ২০২৪ইং ) বেলা সাড়ে এগারো টা’য় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ব্যানারে বাইগাছা- ভবানীগঞ্জ রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী নাজমিন মুনিরা, হাসিবুল ইসলাম, ফারিহা, শিমুল, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার, প্রভাষক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক সাহাবুল হক, সহকারী অধ্যাপক আঃ মতিন, প্রভাষক নাজমুল ইসলাম, রয়েল রানা, আজমল হোসেন, টিপু সুলতান, জাহাঙ্গীর আলম, রহিদুল ইসলাম, নাইমুর রহমান সহ অন্যরা ।
বেলা ২. ২২ মিনিটে প্রধান শিক্ষকের ০১৭৩৪-৫৮৮২৭১ নং মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তাদির আহম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই।