বাগমারায় পুড়িয়ে মারতে রাতে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে - দৈনিক বাগমারা
শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় পুড়িয়ে মারতে রাতে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রতিবেদক
Dainik Bagmara
নভেম্বর ১৬, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে পুড়িতে মারতে ঘরের পাশে খড়ের গাদায় আগুন দিয়েছেন এক ব্যক্তি। এরপর চিৎকার ও গালাগাল করে প্রতিপক্ষকে বলেছেন, ঘর থেকে বের হলেই তাঁদের ওই আগুনে পুড়িয়ে মারা হবে। পরে অবশ্য প্রতিবেশীরা এসে সে আগুন নেভান। শুক্রবার রাতে উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধাইমুড়ি গ্রামের কৃষক ইদ্রিস আলীর সঙ্গে প্রতিবেশী বেলাল উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মাঝেমধ্যে হুমকির ঘটনাও ঘটেছে। শুক্রবার সকালে এ নিয়ে বাগবিন্ডার এক পর্যায়ে ইদ্রিস আলীর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেন বেলাল উদ্দিন। এরপর রাত সাড়ে ১১টার দিকে ইদ্রিস আলীর ঘরসংলগ্ন খড়ের গাদার পালায় আগুন ধরিয়ে দেন বেলাল। আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এলে তাঁদের আগুন নেভাতে বাধা দেন বেলাল। এ সময় তিনি চিৎকার করে ইদ্রিসের ঘরে থাকা লোকজনকে বেরিয়ে আসতে বলেন। আর বের হলেই তাঁদের পুড়িয়ে মারা হবে বলে চিৎকার করতে থাকেন। পরে ওই ঘর থেকে লোকজন বেরিয়ে এসে ও প্রতিবেশীরা মিলে খড়ের গাদার আগুন নেভান। সে সময় বেলাল উদ্দিনও ঘটনাস্থল ত্যাগ করেন।

কৃষক ইদ্রিস আলী অভিযোগ করেন, বেলাল উদ্দিন সকালে হুমকি দিয়ে রাতে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করবেন, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। যেভাবে আগুন দিয়েছেন, তাতে আরেকটু দেরি হলেই আগুন ঘরে ছড়িয়ে পড়ত। প্রতিবেশি সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত ছুটে এসেছেন। প্রথমে পরিবারটিকে উদ্ধার করেন। আর কিছু সময় পার হলেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ত। খড়ের গাদার পাশেই বেলাল উদ্দিনকে চিৎকার করে প্রতিপক্ষকে গালাগাল করতে দেখেছেন।

অভিযোগের বিষয়ে কথা বলতে বেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে হৃদয় হোসেন বলেন, তাঁর বাবা কাজটি ঠিক করেননি। এর আগে এসব কর্মকান্ডের জন্য পরিবারের পক্ষে বাবাকে পুলিশে দেওয়া হয়েছিল। চার মাস কারাভোগের পর বেরিয়ে এসেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, সকালে এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

বাগমারায় এমপি এনামুল হকের মাতা সালেহা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

বাগমারায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মমতাজ আক্তার বেবীর গণসংযোগ

বাগমারায় আকাশ গ্রুপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় ইটভাঙা ট্রলির চাপায় সিএনজি’র যাত্রী এনজিও কর্মীর মৃত্যু

বাগমারার সেই অসহায় নিস্তেজ বৃদ্ধার পাশে ডিসি-ইউএনও

বাগমারা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ও নবীন বরণ

নানা অজুহাতে বাড়ছে নিত্যপণ্যের দাম, স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস

বাগমারায় আলোর বাংলা এনজিও’র ম্যানেজারকে ধর্ষন চেষ্টার অভিযোগ

অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাবেন কিনা জানালো মোবাইল কোম্পানি

error: Content is protected !!