মাহফুজুর রহমান প্রিন্স,
বাগমারার বিভিন্ন হাট বাজার গুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পন্য। এসব পন্য বিক্রিতে সরকারের নির্ধারিত মূল্য কেউ মানছেন না বলে জানা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে স্বল্প ও মধ্যম আয়ের লোকজন। তারা পাইকারি ও খুচরা বাজারে অতি প্রয়োজনীয় এসব পন্যের মূল্য নিয়ন্ত্রনে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার কথা বলেছেন।
নিত্য প্রয়োজনীয় বলতে আলু পেঁয়াজ ডিমের দাম সরকার বেঁধে দিলেও তা মানছেন না কোন ব্যবসায়ী। পাইকারি আলু ব্যবসায়ীরা জানান, ষ্টোর গেট থেকে প্রতি কেজি আলু ৩৮ টাকা দরে কিনতে হচ্ছে। এর সাথে পরিবহন খরচ ও অন্যান্য খরচ বাদ দিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে ৪০-৪১ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হচ্ছে। গতকাল রবিবার বাগমারার ভবানীগঞ্জ, তাহেরপুর, মোহনগঞ্জ সহ বেশ কিছু হাট-বাজার ঘুরে দেখা যায় সবখানেই সরকার নির্ধারিত দামের চেয়ে পেঁয়াজ ২০ টাকা , আলু ১৫ থেকে ২০ টাকা বেশি দামে ডিম বিক্রি হচ্ছে।
ভবানীগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী সাইদুর রহমান জানান, বেশি দামে কেনার কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান মাঠ পর্যায়ে তদারকি চলমান রয়েছে উল্লেখ করে জানান, কেউ অতিরিক্ত দামে পেঁয়াজ, আলু বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।