স্টাফ রিপোর্টার, বাগমারা:
রাজশাহীর বাগমারায় চেক জালিয়াতীর অভিযোগে দলিল লেখক সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। এ ব্যাপারে পাওনাদার দ্বীপপুর ইউনিয়নের নানসর গ্রামের মৃত শেফাতুল্লাহ এর ছেলে আব্দুল গাফ্ফার বাদি হয়ে মামলা দায়ের করেন। আদালত সাইফুল ইসলামের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত টাকার দ্বিগুন পরিশোধের আদেশ প্রদান করেন।
জানা যায়, দ্বীপপুর ইউনিয়নের নানসর গ্রামের মৃত শেফাতুল্লাহ এর ছেলে আব্দুল গাফ্ফার একই ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের ইয়াদ আলীর ছেলে দলিল লেখক সাইফুল ইসলাম ওরফে রহিদুল ইসলাম কে বাড়ি নির্মাণ করার জন্য পাঁচ লাখ আঠারো হাজার টাকা ধার দেয়। পাওনা টাকা চাইতে গেলে সাইফুল তাকে একটি চেক দেয়। ওই চেক দিয়ে টাকা উত্তোলন করতে যেয়ে সাইফুলের হিসাবে ওই পরিমান টাকা না থাকায় আব্দুল গাফ্ফার ফেরত আসে। পরে রাজশাহীর আদালতে সাইফুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলার বাদি আব্দুল গাফ্ফার জানান, আদালত সন্তোষজনক আদেশ প্রদান করলেও সাইফুল ইসলাম ওরফে রহিদুল আদালতের আদেশের তোয়াক্কা না করে পালিয়ে বেড়াচ্ছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোওয়ানাও জারি করেছে।