বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার জাতীয় পাটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী আবু তালেব প্রামানিক (৫৬) (ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দি হাঙ্গার প্রজেক্ট এর বাগমারা পিএফজি’র উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক নেতার পাশাপাশি ব্যবসায় ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। আবু তালেব ছিলেন এলাকার নিবেদত প্রাণ ও ত্যাগি বিশিষ্ট সমাজসেবী। তাঁর মৃত্যুর খবরে বাগমারা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বস্তরের জনগনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় মরহুমের ছেলে ব্যবসায়ী নাজমুল হক সকলের কাছে দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলা উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী হাইস্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে নিজ গ্রাম ভবানীগঞ্জ হেদাদীপাড় পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মরহুমের নামাজের জানাযায় জন প্রতিনিধিসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, এবং গণ্যমাান্য মুসল্লীগন উপস্থিত থাকবেন।