বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে গ্রেফতার করা হয়েছে। চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রবিবার রাতে শ্রীপুর ইউনিয়নের জামতলা টাওয়ার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ সঙ্গীয় ফোর্স সহ জামতলা টায়ার বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে বাগমারার ভবানীগঞ্জ সহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন। এ সময় বেশ কিছু লোকজনকে গুলি করে আহত করে।সেই সাথে অসংখ্য লোকজনকে পিটিয়ে আহত করাও হয়। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় সাবেক এমপি আবুল কালাম আজাদ সহ তার বাহিনীর সদস্যরা।
৫ আগস্টের ঘটনায় এখন পর্যন্ত ছয়টি মামলা দায়ের হয়েছে বাগমারা থানায়। মামলায় নামে-বেনামে মোট আসামি করা হয়েছে ২ হাজার ৭ জনকে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে ওই সকল মামলায়। গ্রেফতারকৃতদের মধ্যে গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারও রয়েছেন। তবে চেয়ারম্যানের মধ্যে দ্বিতীয় গ্রেপ্তার হলেন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা।
খোঁজ নিয়ে জানা গেছে, বাগমারার খয়রার বিলে জেলে হত্যাসহ একাধিক মামলার আসামী শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা। দীর্ঘদিন চেয়ারম্যান থাকায় এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। সন্ত্রাসী সেই বাহিনীর মাধ্যমেই পুরো ইউনিয়ন নিয়ন্ত্রণে রাখেন তিনি। সন্ত্রাসী বাহিনীর ভয়ে মুখ খুলতে পারেননি শ্রীপুর ইউনিয়নের সাধারণ মানুষ। শ্রীপুর ইউনিয়নের সকল সরকারি পুকুর নিজের নামে লীজ নিয়েছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে। এদিকে মকবুল চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ায় তার ফাঁসির দাবিতে স্থানীয় লোকজন রাতে থানার সামনে মিছিল করেন।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, ৫ আগস্টের ঘটনায় দায়ের কি তো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃত চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।