বাগমারা প্রতিনিধি
রাজশাহীয়-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরবিহণ ও সেতু মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমটিরি সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন আসন্ন নির্বাচনে বাগমারার মানুষ আবারও নৌকা মার্কা প্রতিককে বিজয়ী করবে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি তা আবারও প্রমাণ করবে বাগমারাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসনিার নির্দেশ পালন করতে বাগমারাবাসী সদা প্রস্তুত রয়েছে।
শনিবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী প্রাথমকি বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
আয়োজিত পথসভায় বিএনপির সমালোচনা করে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি আরো বলেন, জনগণের প্রতি বিএনপির যদি আস্থা থাকতো তাহলে বিএনপি হরতাল অবরোধ ডেকে জনগনরে জান মালের ক্ষতি না করে জনগনের পাশে থেকে ভোট চাইতো। বিএনপিকে জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনগন এই আগুন সন্ত্রাসীদের আবারও দাঁত ভাঙ্গা জবাব দিবে ভোটের মাধ্যমে।
গোয়ালকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্মল সরকারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল আলী খরাদী, সহ-সভাপতি আব্দুস সালাম প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সদস্য হাবিবুর রহমান মটর, হাচেন আলী, আমজাদ হোসেন মৃধা, আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, সায়েম উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান,তাহেরপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ, শাহাদৎ হোসেন শুভ, মাসুদ রানা, ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী, আফছার আলী মন্ডল, ইসমাইল হোসেন প্রমুখ।