বাগমারায় কষ্টি পাথর সদৃশ্য মূর্তি উদ্ধার - দৈনিক বাগমারা
মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় কষ্টি পাথর সদৃশ্য মূর্তি উদ্ধার

প্রতিবেদক
Dainik Bagmara
আগস্ট ১৩, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

বাগমারায় প্রায় ষাট কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড়া চলেছে। উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরের কিনা এ নিয়ে প্রশাসন ও এলাকাবাসী সন্দিহান রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কনোপাড়া গ্রামের আব্দুস সালামের নির্মানাধীর বাড়ির ভিত্তিস্থাপনের সময় মূর্তিটি উদ্ধার করেন রাজমিস্ত্রীরা। এ সময় উপজেলা সহকারি কমিশনার(ভুমি) জোবায়ের হাবিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, কনোপাড়া গ্রামের আব্দুস সালাম একটি পাকাবাড়ি নির্মাণের জন্য ভিত্তিস্থাপনের কাজ শুরু করেন। ভিত্তি স্থাপনের সময় যাত্রগাছি গ্রামের রাজমিস্ত্রী সোহেল ও মোজাম্মেল মাটি খননের সময় বিশাল মূর্তিটি দেখতে পায়। পরে তারা বিষয়টি বাড়ির মালিক আব্দুস সালামকে অবহিত করলে তিনি সাথে সাথে প্রশাসনকে মূর্তির বিষয়টি জানান। খবর পেয়ে উপজেলার সহকারি কমিশনার(ভুমি) জোবায়ের হাবিব ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) জোবায়ের হাবিব জানান, মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা যাচাই না করে এই মূহুর্তে বলা যাচ্ছে না। মূর্তিটি কোথায় রাখা হবে এ বিষয়ে ডিসি স্যারের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার জানান, কর্তৃপক্ষের নির্দেশে মূর্তিটি থানায় রাখা হয়েছে। পতœতত্ত বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা আসলে জানা যাবে আসলে এটি কিসের তৈরি।

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত
x
error: Content is protected !!