বাগমারায় আ.লীগের চাপে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত - দৈনিক বাগমারা
মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. বাগমারা উপজেলা
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাগমারায় আ.লীগের চাপে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত

প্রতিবেদক
Dainik Bagmara
আগস্ট ২৭, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারা উপজেলার চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলীকে স্থানীয় আ.লীগ নেতা-কর্মীদের চাপে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গনিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মাষ্টার ইনসান আলী, ওয়ার্ড আ.লীগের কার্যকরি কমিটির সদস্য নাজমুল হক, নাইম, মাহতাব আলী ও মহসীন আলীর নেতৃত্বে স্থানীয় কিছু লোকজন বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে এবং পদত্যাগের দাবি করেন।

এমন ঘটনায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম দ্রæত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে হাজির হন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যারা ওই প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছেন তারা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মোটা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করেছেন। তাদের কথার বাইরে কোন শিক্ষকের কথা বলার সাহস হয়ে উঠেনি। নিয়োগ বাণিজ্য করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিলেও তারা প্রতিষ্ঠানের কোন উন্নয়ন করেননি।

সম্প্রতি শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছাড়লে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদকে বাতিল করে। এরপরই বিভিন্ন অনিয়মের দায় বাধে প্রতিষ্ঠান প্রধানের ঘাড়ে। সভাপতির খোঁজ না থাকলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কিছু স্বার্থলোভী মহল। এরই ধারাবাহিকতায় চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী বলেন, তিনি কোনো অনিয়ন বা দুর্নীতি করেননি। তিনি গনিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এ কারণে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা ষড়যন্ত্র করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কিছু লোকজন স্কুলে এসে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে আমরা স্কুলে এসে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করি।

Facebook Comments Box

সর্বশেষ - বাগমারা উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় বিজয় দিবসে বীর মুক্তিযোদের সংবর্ধনা প্রদান

বাগমারায় ৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, কৃষকের মৃত্যু

মানবিক সাহায্যের আবেদন

বাগমারায় মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর

বাগমারায় টাকা ছাড়া মিলছে না সেচের ছাড়পত্র, অভিযোগ কৃষকদের

বাগমারায় পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

মাদকের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণে নির্দেশ এমপি এনামুল হকের

বাগমারায় সাবেক এমপি কালাম ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়রের অপকর্মের বিরুদ্ধে  মানববন্ধন 

বাগমারায় নদী ভরাট ও দূষন মুক্ত রাখতে স্মারকলিপি প্রদান

বাগমারায় পুরস্কার ও অনুদান বিষয়ে অবহিতকরণ কর্মশালা

x
error: Content is protected !!