বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। সেই সাথে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষেও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীর শুরুতে সকাল ৯ টায় দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য আশির্বাদ। তিনি দেশ ও মানুষের কল্যাণে সর্বদায় কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজীবন দেশ ও মানুষের উন্নয়নে অবদান রেখে চলেছেন। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। দেশের প্রয়োজনে যে পরিবর্তন করেছেন সেটা দেখেও অনেকের সহ্য হয় না। একটি পক্ষ সর্বদায় দেশকে পিছনে ফেলতে ব্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শকে অন্তরে ধারণ করে দেশবাসীর জন্য কাজ করছেন। স্বাধীনতা বিরোধী চক্র বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছেন। আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন। যতোদিন বেঁচে থাকবেন দেশবাসীর জন্য কাজ করে যাবেন।
সেই সাথে ২০০৮ সালের আগে বাগমারাকে যারা রক্তাক্ত জনপদে পরিণত করেছিল তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ওই সময় দিনে-দুপুরে সাধারণ মানুষকে ধরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। বাগমারার উন্নয়ন তাদের চোখে পড়ে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় তাদের কঠোর হস্তে দমন করা হয়েছে। সেই সাথে উন্নয়নে পাল্টে গেছে নারকিয়তার সেই দৃশ্যপট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন থেকে সবাইকে শপথ নিতে হবে যারা দেশকে পিছিয়ে ফেলার চেষ্টায় লিপ্ত হয়ে পড়েছে স্মার্ট বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় ঘটিয়ে তাদের সঠিক জবাব দিতে হবে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষক লীগের সভাপতি মহসীন আলী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, সহ-প্রচার সম্পাদক আব্দুল জলিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য বকুল আলী খরাদী, হাচেন আলী, আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, শাহাদৎ হোসেন শুভ সহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপপিস্থত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাদ্য বিতরণ ও উপহার প্রদান করা হয়।