
স্টাফ রিপোর্টার, বাগমারা:
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আগামী ২৯ জানুয়ারী রাজশাহীর জনসভা সফল করতে গতকাল সোমবার বাগমারার তিন ইউনিয়নে প্রতিনিধি সভা, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টুর নেতৃত্বে সোমবার বিকেলে উপজেলা গোবিন্দপাড়া, দ্বীপপুর ও নরদাশ ইউনিয়নে এসব কর্মসূচী পালিত হয়।
শেষে নরদাশ ইউনিয়নের বাঁধের হাটে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাঁধের হাট মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, নূর মোহাম্মাদ, কৃষক লীগের সাবেক সভাপতি এমদাদুল হক, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ইয়াছিন আলী, সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান, স্থানীয় আ’লীগ নেতা করিম বক্স আকছেদ, সেলিম, বাগমারা উপজেলা ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ, সাজেদুর রহমান, নাহিদ হাসান প্রমূখ।
বক্তাগন আগামী ২৯ জানুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে স্মাট বাংলাদেশের প্রবক্তা দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল ও সার্থক করতে সবাইকে দলে দলে শৃঙ্খলার সাথে যোগদানের আহবান জানান।