বিশ্বকাপ জিতলেও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। পারেনি রানার্সআপ হওয়া ফ্রান্সও।
তবে বিশ্বকাপের পর হালনাগাদ করা ফিফা র্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান ধরে রেখেছে ব্রাজিল। ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করা হবে ২০২৩ সালের এপ্রিলে। যার অর্থ, আগামী পাঁচ মাস শীর্ষে থাকছেন নেইমাররা।
আজ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে আগের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশও। সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশ দল ২১১ সদস্যের মধ্যে ১৯২তম স্থানে আছে।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল তৃতীয় স্থানে থেকে। রানার্সআপ হওয়া কিলিয়ান এমবাপ্পের দল ছিল চারে। দুটি দলের যে কেউই ফাইনালে ১২০ মিনিটের মধ্যে ম্যাচ জিততে পারলে শীর্ষে উঠে যেত।
Facebook Comments Box